রক্তদান নিয়ে কিছু কথা | রক্ত দান নিয়ে স্ট্যাটাস

একজন রক্তযোদ্ধার মনের কথা: 

আচ্ছা এক ব্যাগ রক্তের দাম কি মাত্র ৩০০/৫০০ টাকা ?
এটি আপনি নিজেকে প্রশ্ন করুন তো............ !
একটি মানুষের জীবনের মূল্য কি ৩০০/৫০০ টাকা ?
এটিও আপনি আপনাকে জিজ্ঞেস করুন............ ! 
উত্তর কি বাহির হবে............ ?

তাহলে একটি মানুষ কোন বিবেক নিয়ে ভাবে যে, একজন রক্তদাতা রক্ত দানের পরে তার হাতে ৩০০ বা ৫০০ টাকা ধরিয়ে দিলে রক্তটা কেনা শেষ............ ?
এক ব্যাগ রক্তের কারণে আপনার আপনজন হয়তো এখনো বেঁচে আছেন বা সুস্থ আছেন।

তাহলে আপনি কি ধরে নিবেন যে, আপনার প্রিয়জনের জীবনটি ৩০০/৫০০ টাকা দিয়ে কিনে নিলেন........ ?
আপনার মন-মানসিকতা যদি এমন হয়ে থাকে তাহলে বলে রাখি, এমন ধোন-ধারণা পরিবর্তন করুন........ !!
আমরা চাইলে এক মূহুর্তে বুঝিয়ে দিতে পারি এক ব্যাগ রক্তের কতোটা মূল্য রয়েছে............ !

আচ্ছা একটু ভাবুন তো-

আপনার বা আপনাদের প্রিয়জনের রক্তের যখন প্রয়োজন পরে তখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা আপনাকে একজন রক্তদাতা জোগার করে দেওয়ার আশ্বাস দিয়ে থাকি এবং আপনি সেই আশ্বাস পেয়ে আপনার প্রিয়জনের অপারেশন বা সিজার বা যেকোনো কিছুই হোক না কেন সেটির জন্য ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন এবং ডাক্তার চলে আসলো অপারেশন করার জন্য, ঠিক সেই মূহুর্তে আমরা বললাম যে রক্তদাতা রক্ত দিতে পারবে না রক্তদাতার সমস্যা হয়েছে............ !!

একবার ভাবুন তো সেই মূহুর্তে কেমনটি হবে............ ? 

আপনার বাবা, মা, ভাই, বোন বা আপনার আপনজন অপারেশনের ঘরে আছে আর সেই মূহুর্তে ডাক্তার বললো রোগীর খুব ব্লিডিং হচ্ছে খুব জরুরী রক্ত লাগবে, ঠিক সেই মূহুর্তে আমরা বললাম রক্তদাতার খোঁজ পাওয়া যায়নি বা পারবো না............ !!
তখন আপনার কেমন লাগবে............ ? 
তখন যদি বলা হয় এক ব্যাগ রক্তে মূল্য দিতে হবে ১০০০০/৫০০০০/১০০০০০ তখন সেটাও দিতে রাজি হয়ে যাবেন............ ?
হ্যাঁ, হয়তো বা রাজি হয়ে যেতে পারেন।

কারণ তখন যে আপনার বাবাকে, মাকে, আপনার কলিজার সন্তানকে, বোনকে বাঁচাতে হবে।

এবার শুনুন-
রোগীর লোকদের উদ্দেশ্যে বলি, রক্ত দেওয়ার পড়ে রক্তদাতাদের মূল্যহীন বানাবেন না, যথাসাধ্য মতো রক্তদাতাদের মন-মানসিকতা স্বাভাবিক রাখার চেষ্টা করুন।

# কাউকে রক্তের জন্য ফোন দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন.......... !! 

  • রক্তদাতার যাতায়াত খরচ।
  • যে বেলায় রক্ত দিবে ঐ বেলার খাওয়ার খরচ।
  • ডাব, স্যালাইন জল, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা সাধারণ জ্ঞানের ব্যাপার....... এবং পরবর্তী ২৪ ঘন্টা সেই রক্তদাতার খোঁজ খবর রাখবেন।
  • পারলে কোন এক সময় নিজ বাসায় তাকে আমন্ত্রণ করবেন 
  • যারা রক্ত দেয় তারা বেশিরভাগই যুবক বয়সের- স্টুডেন্ট, পড়াশোনা করে। তারা প্রতিনিয়ত রক্ত দান করে। অনেক সময় দেখা যায়, রক্তদানের পরেরদিন তার পরীক্ষা তবুও সে রক্ত দিতে আসে। 
  • আবার, যারা রক্ত খুঁজে দেয় তারাই জানে ০১ ব্যাগ রক্ত খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে রক্তদাতাকে খুঁজে বের করতে হয়। অনেকের সে সম্পর্কে কোনো ধারণাই থাকে না। যদি সে জানতো তবে বুঝতে পারতো কতটা কষ্টকর এটি। 
  • কিন্তু রোগীর আত্মীদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোঁজ খবরই নিতে চাইনা, যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা রক্তদাতার দেখা-শোনা করে। অনেক রক্তদাতা চাকুরীও করেনা। হয়তো আত্মীয়-স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।
  • নামিদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন, একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে সাহায্য করছে, তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ৫০০মিলি পানির বোতলও কিনে খেতে হয়, সে দেশে বিনা টাকায় ৩৫০ মিলি রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

তাই আসুন আমরা আমাদের ক্ষীণ মানুসিকতা কে পরিবর্তন করি।

রক্ত দানের পর রক্তদাতার খোজ খবর নিবো।

কমপক্ষে একবার হলেও ফোন দিয়ে শুনবো বাসায় পৌছাইছে কি না বা সুস্থ আছে কি না।

সর্বোপরি একটা কথাই বলি রক্তদাতাকে সম্মান করুন এবং যারা রক্ত জোগার করে দেয় তাদেরকে সস্মান করুন............ !!!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url