দিনাজপুর কিসের জন্য বিখ্যাত

বাংলাদেশের একটি সমৃদ্ধশালী জেলা দিনাজপুর। দিনাজপুর জেলা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। আজকের এই লেখাতে দিনাজপুর জেলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যা হয়তো আপনারা অনেকেই জানেন না। চলুন তবে জানা যাক।

দিনাজপুর কিসের জন্য বিখ্যাত

দিনাজপুরের পূর্ব নাম কী?

দিনাজপুর জেলা ১৭৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে, জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়িতে(রাজবাটী) অবস্থিত মৌজার নাম হয় "দিনাজপুর"। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে "দিনাজপুর"।

দিনাজপুর জেলার নামকরণের ইতিহাস:

দিনাজপুর জেলার মোট আয়তন ৩৪৩৭.৫৮ বর্গ কিলোমিটার। দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা, তার নাম অনুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নামকরণ করা হয় ঘোড়াঘাট। পরবর্তীতে ব্রিটিশ শাসকগন এই নাম বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলা নামকরন করেন দিনাজপুর।

জেনে নিন দিনাজপুর জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সমূহ:

  1. দেশের সবচেয়ে সমৃদ্ধশালী জেলা হল দিনাজপুর।
  2. দেশের সবচেয়ে উচু জেলা- দিনাজপুর (সমুদ্রতল থেকে ৩৭ মিটার উচু)
  3. আয়তন ও জনসংখ্যায় দেশের ১১তম জেলা।
  4. মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি নারী মুক্তিযোদ্ধা অংশগ্রহন করে দিনাজপুরের- ২১/২৩ জন।
  5. দেশের একমাত্র লোকমোটিভ কারখানা (ট্রেনের ইঞ্জিন তৈরীর কারখানা) দিনাজপুরের পার্বতী পুরে অবস্থিত।
  6. দেশের সববচেয়ে বড় রেল জংশন দিনাজপুরের পার্বতীপুরে।
  7. বেসরকারী উদ্দ্যোগে গড়ে ওঠা দেশের সবচেয় বড় বিনোদন কেন্দ্র- সপ্নপুরী।
  8. মানুষ কতৃক দেশের সবচেয়ে বড় দিঘী- দিনাজপুরের রামসাগর।
  9. দেশের সবচেয়ে বড় রাবার ড্যামটি দিনাজপুরের মোহনপুরে অবস্থিত। দ্বিতীয়টিও দিনাজপুরের সাইতাড়ায় অবস্হিত।
  10. দেশের সবচেয়ে প্রাচীন বিহার- দিনাজপুরের সীতাকোট।
  11. দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুর- হিলি।
  12. অসাধারণ কারুকার্য সম্পন্ন কান্তজিউ মন্দির এ জেলায় অবস্থিত।
  13. দেশের সবচেয়ে উন্নত কয়লার খনি- বড়পুকুরিয়া, এছাড়াও পাথরখনি-মধ্যপাড়া পাথরের খনি।
  14. কয়লা দিয়ে দেশের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র দিনাজপুরে।
  15. দেশের একমাত্র কয়লা শোধনাগার দিনাজপুরের বিরামপুরে অবস্থিত।
  16. তেভাগা আন্দোলনের নেতা হাজী দানেশের জন্ম দিনাজপুরে।
  17. দেশের প্রথম ও একমাত্র লোহার খনি- হাকিমপুর, দিনাজপুর
  18. দেশের বড় একজন দার্শনিক ড.গোবিন্দ চন্দ্র এর জন্ম দিনাজপুরে।
  19. দেশের সবচেয়ে ভালো লিচু ফলে- দিনাজপুরে।
  20. দেশের সবচেয়ে ভাল ও সুগন্ধি চাল-কাটারিভোগ চাল যা শুধু দিনাজপুরের। এছাড়াও চিড়া ও পাপড়ের জন্য বিখ্যাত।
  21. দেশের যে সব জেলাগুলোতে ফসল নিবিড়তার হার সবচেয়ে বেশি তার মধ্যে দিনাজপুর অন্যতম (প্রায় ২২০%)
  22. দেশের একমাত্র গম গবেষনা কেন্দ্র- দিনাজপুরের নশিপুরে।
  23. দেশের সবচেয়ে বড় মাঠ হল দিনাজপুরেই। গোর-এ শহীদ বড় মাঠ যেখানে বর্তমানে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
  24. উত্তর বঙ্গের সবচেয়ে বড় ধান চালের ব্যাবসাকেন্দ্র দিনাজপুরের পুলহাট।
  25. উত্তর বঙ্গের সবচেয়ে বড় গরু ছাগলের মেলা বসে দিনাজপুরের চেরাডাঙ্গিতে।
  26. এছাড়াও অনেক কিছু আছে এ জেলায়, শুধু মাত্র দিনাজপুরই যেখানে একক সেগুলো লিখলাম। একজন দিনাজপুর বাসী হিসেবে গর্বিত আমি।
(গবেষণা লব্ধ)
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url